দালালমুক্ত বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) নিশ্চিত করার এবং মহাসড়কে থ্রি হুইলার পরিবহন তথা নসিমন-করিমন বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে সংসদীয় কমিটি। একইসঙ্গে সংসদীয় কমিটির সদস্যদের পদ্মা সেতুর নির্মাণ কাজ পরিদর্শনের জন্য ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে সংশ্লিষ্ট কমিটি।
এছাড়া জয়দেবদপুর-এলেঙ্গা-টাঙ্গাইল মহাসড়কের আন্ডার পাস এবং ওভারপাসে রাতের দুর্ঘটনা রোধ করতে উন্নত লাইটিং ব্যবস্থা স্থাপনের সুপারিশ করা হয়।
সংসদ ভবনে রবিবার অনুষ্ঠিত ‘সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়’ সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চতুর্থ বৈঠকে এসব সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মোঃ একাব্বর হোসেন। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, এনামুল হক, মোঃ আবু জাহির, মোঃ ছলিম উদ্দীন তরফদার এবং রাবেয়া আলীম বৈঠকে অংশগ্রহণ করেন।
সংসদেও গণসংযোগ বিভাগ জানায়, বৈঠকে কর্ণফুলী নদীর তলদেশে বহুলেন সড়ক টানেল নির্মাণ প্রকল্পের সরেজমিন পদির্শন সম্পর্কিত প্রতিবেদন এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এর সার্বিক কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আালোচনা হয়।
কমিটি আগামী ফেব্রুয়ারি মাসের সুবিধাজনক সময়ে পদ্মা সেতুর নির্মাণ কাজ পরিদর্শনের ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করে। বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের পুনরায় বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় কমিটির পক্ষ থেকে ফুল ও ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপনসহ সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।
বৈঠকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব, সেতু বিভাগের সচিব, বিভিন্ন সংস্থা প্রধানগণসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন