বাংলাদেশের শিল্প আন্দোলনের পথিকৃৎ শিল্পাচার্য জয়নুল আবেদীনের ১০৫তম জন্মবার্ষিকী উপলক্ষে বরিশালে ‘জয়নুল চারুকলা উৎসব’ অনুষ্ঠিত হয়েছে। রবিবার নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলে চারুকলা বরিশাল দিনব্যাপী এই উৎসবের আয়োজন করে। বিকেল ৪টায় উৎসবের চিত্র প্রদর্শনী উদ্বোধন করেন বরিশালের জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চারুকলা বরিশালের সাবেক সভাপতি দিপংকর চক্রবর্তী ও বর্তমান সভাপতি আলতাফ হোসেন। উদ্বোধনের পরপর দর্শনার্থীরা প্রদর্শিত চিত্রকর্ম ঘুরে দেখেন।
সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন সিটি মেয়র সাদিক আবদুল্লাহ। চারুকলা বরিশালের সহ-সভাপতি সানুউল হক চানুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউনিসেফ’র বরিশালের বিভাগীয় প্রধান এ এইচ তৌফিক আহম্মেদ, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা পংকজ রায় চৌধুরী, সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি কাজল ঘোষ ও গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতি মন্ডলীর সদস্য শুভংকর চক্রবর্তী প্রমুখ।
সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে মাদারীপুরের লোকশিল্পী উমা রানী বিশ্বাসের হাতে জয়নুল চারুকলা সম্মাননা তুলে দেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।
বিডি-প্রতিদিন/মাহবুব