রাজধানীর বিভিন্ন এলাকায় শীতবস্ত্র বিতরণ করেছে বিএনপি। সরকারি এবং বেসরকারি মেডিকেল ছাত্রদের উদ্যোগে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এই শীতবস্ত্র বিতরণ করেন।
জানা গেছে, রাজধানীর তেজগাঁওয়ের তিব্বতের মোড়, ১৪ নম্বর আলকাতরা বস্তি, কাকরাইল মোড়, হাইকোর্ট ও প্রেসক্লাব এলাকায় গরীব ও দুস্থ শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করা হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ সমূহের ছাত্রদল নেতা ডা. বেলাল হোসেন নাজিম, ডা. জামশেদ আলী তুষার, ডা. তৌহিদুর রহমান আউয়াল, ডা. মো. আতিকুর রহমান, ডা. মঞ্জুরুল ইসলামসহ অনেকে।
বিডি-প্রতিদিন/শফিক