রাজধানীর বাড্ডা এলাকায় র্যাপিড অ্যাকশান ব্যাটালিয়নের (র্যাব-১) সদস্যদের সঙ্গে একদল মাদকবিক্রেতার ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটেছে। এসময় রনি মিয়া (৩২) নামে এক মাদকবিক্রেতা নিহত হয়েছেন। শনিবার ভোরে বাড্ডা থানাধীন মগরদিয়া সাতারকুল এলাকায় এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।
এ ব্যাপারে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান বলেন, বাড্ডার সাতারকুল এলাকায় একদল মাদকবিক্রেতা অবস্থান করছে, এমন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা সেখানে অভিযান চালায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে মাদকবিক্রেতারা গুলি ছুড়তে থাকে। পরে র্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়লে একজন নিহত হয় ও অন্যরা পালিয়ে যায়।
পরে জানা যায়, নিহত ওই ব্যক্তি মাদকবিক্রেতা রনি মিয়া। মাদকবিক্রেতাদের সঙ্গে এ গুলি বিনিময়ের ঘটনায় র্যাব-১’র একজন সদস্যও আহত হয়েছেন বলে জানান তিনি।
এ সময় ঘটনাস্থল থেকে দুইটি ওয়ান শুটারগান, দুইটি শর্টগান, নয়টি কার্তুজ ও বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করেছেন র্যাব সদস্যরা।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ