ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থন প্রত্যাশীদের মাঝে মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে এ আবেদনপত্র বিতরণ শুরু হয়। বিকেল ৫টা পর্যন্ত কাউন্সিলর পদে মনোনয়নপত্র বিতরণ করা হবে। আগামীকাল শুক্রবার মনোনয়নপত্র বিতরণ করা হবে।
ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ের পুরাতন ভবনে ঢাকা উত্তর এবং নতুন ভবনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কাউন্সিলর প্রার্থীদের আবেদনপত্র বিতরণ করা হচ্ছে। কাউন্সিলর পদে মনোনয়নপত্র ফি ১০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/ফারজানা