বীর মুক্তিযোদ্ধা, ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি বেনজীর আহমেদ সেলিমের মৃত্যুতে শ্রদ্ধাঞ্জলি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ধানমন্ডি আওয়ামী লীগ কার্যালয়ে এ কর্মসূচি আয়োজন করে সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগ।
সভায় সভাপতিত্ব করেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম। ফ্রান্স, বেলজিয়াম, জার্মানি, ইতালি, গ্রিস, পর্তুগাল, স্পেন, আয়ারল্যান্ড, সুইডেন, ডেনমার্কসহ বিভিন্ন দেশ থেকে আগত নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন বেলজিয়াম আওয়ামী লীগের সভাপতি শহীদুল হক, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর চৌধুরী রতন, জার্মান আওয়ামী লীগের সভাপতি বসিরুল আলম চৌধুরী সাবু, ফ্রান্স আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম.এ. কাশেম, সাধারণ সম্পাদক মহসীন উদ্দিন খান লিটন, সুইডেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডঃ ফরহাদ আলী খান, পর্তুগাল আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি রাফিক উল্লাহ, শোহেলা পারভীন শোভা, এম মোস্তফা মজুমদার, মোহাম্মদ শাহীন ইকবাল, মো. রানা মল্লিক, মো. লতিফ মোল্লা, নাজমুল আহসান তুহিন, নজরুল ইসলাম চৌধুরী, মো. খালিল কদুকছি, মোস্তাফা হাসান, জাকির হোসেন, খাঁন মো. কামরুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সর্ব ইউরোপীয় লীগের প্রতিষ্ঠাতা সাবেক প্রচার সম্পাদক এবং বেলজিয়াম আওয়ামী লীগ উপদেষ্টা খোকন শরীফ।
বিডি প্রতিদিন/ফারজানা