৩৯তম বিসিএস উত্তীর্ণ ৩৯৬ জন নতুন চিকিৎসক বরিশাল বিভাগের বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে যোগদান করেছেন। তবে এখনো বিভাগে চিকিৎসকের ২৮০টি পদ শূন্য রয়েছে।
যোগদান উপলক্ষে বুধবার সকালে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ মিলনায়তনে নবাগত চিকিৎসকদের এক ওরিয়েন্টেশন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. আবদুর রহিমের সভাপতিত্বে অরিয়েন্টেশনে শের-ই বাংলা মেডিকেলের পরিচালক ডা. মো. বাকির হোসেন ও সাবেক পরিচালক ডা. মু. কামরুল হাসান সেলিমসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
দেশের বিভিন্ন স্থান থেকে বরিশাল আগত চিকিৎসকরা এখানকার পরিবেশ পরিস্থিতির সাথে খাপ খাইয়ে রোগীর সেবা চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
৩৯৬ জন নতুন চিকিৎসক বরিশালে যোগদান করায় চিকিৎসক সঙ্কট অনেকাংশে কমবে এবং রোগী সেবার মানও বাড়বে বলে প্রত্যাশা করেন স্বাস্থ্য বিভাগীয় সহকারী পরিচালক (প্রশাসন) ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয় সূত্র জানায়, বরিশাল বিভাগে চিকিৎকের ১ হাজার ৬৬টি পদের মধ্যে ৭২৬টি পদ দীর্ঘদিন ধরে শূন্য ছিল। নতুন ৩৯৬ জন চিকিৎসক যোগদান করার পরও বিভাগে চিকিৎসকের ২৮০টি পদ শূন্য রয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন