রাজধানীতে মাদকবিরোধী অভিযানে মাদক বিক্রি ও সেবনের দায়ে ৪৫ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ’র (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ। এ সময় তাদের কাছ থেকে ৬২০ পিস ইয়াবা ট্যাবলেট, ৬২ গ্রাম ১৫ পুরিয়া হেরোইন, ২৮৩ গ্রাম ১৫০ পুরিয়া গাঁজা ও ২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
গতকাল মঙ্গলবার সকাল ছয়টা থেকে আজ বুধবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৩টি মামলা দায়ের করা হয়েছে।
বিডি-প্রতিদিন/মাহবুব