বরিশাল প্রেসক্লাব নির্বাচনে মানবেন্দ্র বটব্যাল-এসএম জাকির পরিষদ সংখ্যাগরিষ্ঠ জয় পেয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) অনুষ্ঠিত নির্বাচনে ৪৩ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন মানবেন্দ্র বটব্যাল এবং ৫০ ভোট পেয়ে সাধারন সম্পাদক পুননির্বাচিত হয়েছেন এসএম জাকির হোসেন। তাদের প্রতিদ্বন্দ্বী যথাক্রমে এসএম ইকবাল ৩০ ভোট এবং মুরাদ আহমেদ পেয়েছেন ২২ ভোট।
সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন কাজী আল মামুন ও তপঙ্কর চক্রবর্তী ৪১। ইতিপূর্বে বিনা প্রতিদ্বন্দ্বীতায় সহ-সাধারন সম্পাদক হয়েছেন মো. মিজানুর রহমান (ইকবাল-মুরাদ প্যানেল)। কোষাধ্যক্ষ হয়েছেন মো. মোশারফ হোসেন, পাঠাগার সম্পাদক মো. রুবেল খান (ইকবাল-মুরাদ প্যানেল), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সুখেন্দু এদবর, ক্রীড়া সম্পাদক কেএম নয়ন এবং দপ্তর সম্পাদক পুননির্বাচিত হয়েছেন এম. মোফাজ্জেল।
নির্বাহী সদস্য পদে নির্বাচিত ৭ জন হলেন ইসমাইল হোসেন নেগাবান মন্টু, নুরুল আলম ফরিদ, কাজী মেহেরুন্নেছা বেগম, কাজী মিরাজ মাহমুদ (ইকবাল-মুরাদ প্যানেল), গিয়াসউদ্দিন সুমন (ইকবাল-মুরাদ প্যানেল), সুমন চৌধুরী ও জাকির হোসেন।
এর আগে মঙ্গলবার বিকেল ৫টায় বরিশাল প্রেসক্লাবের তৃতীয় তলার হলরুমে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়। আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রাত ৮টায় ভোট গ্রহণ শেষ হয়। ৮১ জন ভোটারের মধ্যে ৭৫জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। প্রার্থী এবং তাদের এজেন্টদের উপস্থিতিতে রাত সাড়ে ৮টায় ভোট গননা শুরু হয়। গননায় ৩টি ভোট বাতিল হয়।
প্রধান নির্বাচন কমিশনারের অনুমতিক্রমে সাড়ে ১০টায় কমিশনার নির্বাচন কমিশনার সাইফুর রহমান আনুষ্ঠানিকভাবে ফল ঘোষনা করেন। ১৭ সদস্যের কার্যকরী পরিষদের সভাপতি ও সাধারন সম্পাদক সহ মানবেন্দ্র বটব্যাল-এসএম জাকির পরিষদ ১৩টি পদে এবং বিনাপ্রতিদ্বন্ধিতায় ১ জনসহ ৪টি পদে বিজয়ী হয়েছেন ইকবাল-মুরাদ প্যানেলের প্রার্থীরা।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ