শিরোনাম
- সুন্দরবনের দুই বনদস্যু আগ্নেয়াস্ত্র ও গুলিসহ আটক
- ব্যক্তির সঙ্গে সমষ্টির অসম বিভাজন
- ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত
- কক্সবাজার মেরিনড্রাইভে ২৮ মোটরসাইকেল জব্দ
- মহাখালীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু
- বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেনের অভাবে শিশু মৃত্যুর অভিযোগ
- রিকশাসহ নালায় পড়ে তলিয়ে গেল শিশু
- বাংলাদেশ মিশনগুলোতে জনবল বাড়াবে সরকার
- পুকুরে ডুবে দুই রোহিঙ্গা শিশুর মৃত্যু
- রৌমারীতে বড়াইবাড়ি দিবসকে জাতীয় স্বীকৃতির দাবি
- ঝটিকা মিছিল করে আবার ভয়াবহ ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা চলছে : এ্যানি
- বরিশালে আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের বিক্ষোভ মিছিল
- যশোরের অগ্নিকাণ্ডে ৫০ হাজার মুরগিসহ মেশিনারীজ ভস্মীভূত
- সংস্কারের পরে নির্বাচনের দাবিতে নারায়ণগঞ্জে ‘মার্চ ফর ড. ইউনূস’ কর্মসূচি
- পরিবেশবান্ধব পদ্ধতিতে তৈরি বস্ত্রের প্রসারে কাজ করতে হবে : রিজওয়ানা হাসান
- ফয়জুল করীমকে মেয়র ঘোষনার দাবিতে বরিশালে মানববন্ধন
- চীনের অর্থায়নে মেডিকেল কলেজ ও হাসপাতালটি পঞ্চগড়ে স্থাপনের দাবি
- ‘বিপ্লব ব্যর্থ হলে ফ্যাসিস্ট হাসিনা আন্দোলনকারীদের নিশ্চিহ্ন করে দিত’
- আওয়ামী লীগ নেতা শাহে আলম মুরাদ রিমান্ডে
- চট্টগ্রামে বৃষ্টিতে নাগরিক জীবনে স্বস্তি
ফজলে হোসেন বাদশাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
অনলাইন ভার্সন

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও রাজশাহী-২ (সদর) আসনের এমপি ফজলে হোসেন বাদশাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রাজশাহীবাসীর ব্যানারে সোমবার সকালে নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে এই কর্মসূচি পালিত হয়।
সমাবেশের আগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। এতে রাজশাহীর সর্বস্তরের মানুষ অংশ নেন। রাজশাহী-২ (সদর) আসনের এমপি ফজলে হোসেন বাদশাকে হুমকিদাতার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবিতে তারা নানা শ্লোগান দেন। নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জিরোপয়েন্টে গিয়েই বিক্ষোভ মিছিল শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, গত রবিবার নগরীর পবা নতুনপাড়া এলাকার গাঙপাড়া খালের দুই পাশের বাড়ি-ঘর স্থপনা উচ্ছেদ শুরু করে রজাশাহী পানি উন্নয়ন বোর্ড। কিন্তু পুনর্বাসন না করে এই শীতের মধ্যে বাসিন্দাদের উচ্ছেদ করার প্রতিবাদ জানান ফজলে হোসেন বাদশা। তিনি গাঙপাড়া এলাকায় অবস্থান নিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। আর মানবিক কারণে তাদের কিছুদিন সময় দেওয়ার জন্য সুপারিশ করেন। তখন সাম্যবাদী দলের বহিষ্কৃত নেতা মাসুদ রানা তাকে ফোন করে হুমকি দেন। প্রাণনাশের হুমকি দিয়ে বলেন, গাঙপাড়া থেকে সরে না গেলে তার বিপদ আছে। এনিয়ে নগরীর বোয়ালিয়া থানায় অভিযোগ করা হয়েছে।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ফজলে হোসেন বাদশা তার ৫০ বছরের রাজনৈতিক জীবনে সব সময় গরীব-মেহনতি মানুষের জন্য কাজ করেছেন। বিপদে-আপদে পাশে দাঁড়িয়েছেন। আর তাই তাকে বার বার হুমকি দেওয়া হয়েছে। রাজশাহীতে যখন সিদ্দিকুল ইসলাম বাংলা ভাই জেএমবি প্রতিষ্ঠা করে হত্যাযজ্ঞ চালাচ্ছিল তখন ফজলে হোসেন বাদশাই তার বিরুদ্ধে সরব ছিলেন। বাংলা ভাইও তাকে হত্যার হুমকি দিয়েছিল।
সমাবেশ থেকে হুমকিদাতাকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানানো হয়। একইসঙ্গে পুনর্বাসনের আগে উচ্ছেদ অভিযান না চালানোরও আহ্বান জানান।
সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- কৃষকনেতা রফিকুল ইসলাম পিয়ারুল, রাজশাহী আইনজীবী সমিতির সহ-সভাপতি এন্তাজুল হক বাবু, নারীনেত্রী তসলিমা খাতুন, রাজশাহী নগরীর সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মতিউর রহমান মতি, রাজশাহীর মুক্তিযুদ্ধ চেতনা বাস্তবায়ন কমিটির সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, মহানগর ঘাতক দালাল নির্মুল কমিটির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বল প্রমুখ।
বিডি প্রতিদিন/এনায়েত করিম
এই বিভাগের আরও খবর