ডাকসু ভবনে হামলায় গুরুতর আহত বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতা তুহিন ফারাবীর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টার দিকে এক প্রেস বিফ্রিংয়ে এ কথা জানান তিনি।
এসময় নাসির উদ্দিন বলেন, ফারাবীকে গতকালই হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) থেকে ক্যাবিনে নেওয়ার প্রস্তুতি থাকলেও পরিবেশ কোলাহলমুক্ত না থাকায় স্থানান্তর করা হয়নি। আজ তাকে ক্যাবিনে স্থানান্তর করা হবে। এছাড়া তার কাঁধে একটা এক্সরে করা হবে।
তিনি আরও বলেন, আহত ডাকসু ভিপি নুরুল হক নুরসহ অন্যরা ভালো আছেন। তাদের শিগগিরই ছেড়ে দেয়া হবে।
এদিকে, আজ দুপুরের পর ফারাবীকে কেবিনে স্থানান্তর করা হয়।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন