ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুর ও ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে ময়মনসিংহে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন সংগঠনটির জেলা ও মহানগর শাখার নেতাকর্মীরা।
মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনটির ময়মনসিংহ মহানগর শাখার আহবায়ক ঝুনু রঞ্জন দাস, জেলা শাখার যুগ্ম আহবায়ক মোকছেদুল ইসলাম তপু, তৈমুর রহমান, জামালপুর জেলা সমন্বয়ক মারুফুল হক প্রমুখ।
নুর ও অন্যান্যদের ওপর হামলার নিন্দা জানিয়ে বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের নাম ব্যবহার করে একটি সন্ত্রাসী চক্র দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে। তাদের সে উদ্দেশ্য কখনো হাসিল করতে দেয়া হবে না। এ সময় ডাকসুতে হামলাকারী প্রত্যেককে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তারা।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে গাঙ্গিনারপাড় মোড় ঘুরে নতুন বাজার মোড়ে গিয়ে শেষ হয়।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন