রাজশাহীতে পানি উন্নয়ন বোর্ডের উচ্ছেদ অভিযান ঠেকাতে জনগণকে সাথে নিয়ে অবস্থান নিয়েছেন রাজশাহী সদর আসনের এমপি ফজলে হোসেন বাদশা।
রবিবার সকালে নগরীর শাহমখদুম থানা এলাকার নতুন গাঙ পাড়ায় ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান চালাতে আসে পানি উন্নয়ন বোর্ড। আগে থেকে কোন নোটিশ না দেওয়ায় এ সময় বাধা দেন স্থানীয় জনগণ।
তাদের সঙ্গে যোগ দেন স্থানীয় এমপি ফজলে হোসেন বাদশা। পুলিশ ম্যাজিস্ট্রেডের সঙ্গে বাকবিতণ্ডা শুরু হলে রাস্তায় বসে অবস্থান নেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত সেখানে অবস্থান করছেন এমপি।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ