শ্রদ্ধা নিবেদনের জন্য রাজধানীর আর্মি স্টেডিয়ামে নেয়া হয়েছে ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদের মরদেহ। শ্রদ্ধা নিবেদনের পর দুপুর সাড়ে ১২টায় আর্মি স্টেডিয়ামেই তার জানাজা সম্পন্ন হবে। জানাজার পর ঢাকার বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।
গত শুক্রবার রাত ৮টা ২৮ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে স্যার ফজলে হাসান আবেদের মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ ছিলেন।
গত ২৮ নভেম্বর স্যার ফজলে হাসান আবেদ হাসপাতালে ভর্তি হন। তিনি ব্রেন টিউমারে আক্রান্ত অবস্থায় চিকিৎসাধীন ছিলেন।
বিডি প্রতিদিন/ফারজানা