জাতীয় সমাজতান্ত্রিক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি তানিয়া রব বলেছেন, বর্তমান সরকার মানুষের গণতান্ত্রিক অধিকার, মৌলিক অধিকার হরণ করে ক্ষমতাকে চিরস্থায়ী করার অপচেষ্টায় লিপ্ত। উন্নয়নের নামে দুর্নীতি ও লুটপাটের মহোৎসবে মেতে উঠেছে সরকার। যেকোন মুহূর্তে গণ-বিষ্ফোরণের রূপ নিবে। তাই জাতীয় সরকার গঠনের আন্দোলনকে বেগবান করার আহবান জানান তিনি।
শনিবার কুমিল্লা নজরুল ইন্সটিটিউট কেন্দ্রে জেএসডির কুমিল্লা উত্তর, দক্ষিণ ও মহানগরের প্রতিনিধি সম্মেলন তিনি এসব কথা বলেন। প্রধান বক্তা ছিলেন, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শহীদ উদ্দীন মাহমুদ স্বপন।
এসময় তিনি আরো বলেন, ১৯৭২ সালের ৩১ অক্টোবর মুক্তিযুদ্ধের চেতনাভিত্তিক রাষ্ট্র ও সমাজ বিনির্মাণের লক্ষ্য নিয়ে জেএসডি আত্মপ্রকাশ করে। আগামী ২৮ ডিসেম্বর মহানগর নাট্যমঞ্চে জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। কুমিল্লার সকল নেতাকর্মীদের তিনি সম্মেলনে অংশগ্রহণের আহ্বান জানান।
জাতীয় সমাজতান্ত্রিক দল কুমিল্লা দক্ষিণ জেলার নবনির্বাচিত সাধারণ সম্পাদক এডভোকেট বিকাশ চন্দ্র সাহার সভাপতিত্বে এসময় আরও বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক এড. কাউছার নিয়াজী, আব্দুর রাজ্জাক রাজা, চেয়ারম্যান আব্দুর রহমান, যুব পরিষদ নেতা শ্যামল সরকার, শিরিন আক্তার, আমির হোসেন বিএসসি প্রমুখ।
সম্মেলন শেষে অতিথিরা কুমিল্লা উত্তর, দক্ষিণ ও মহানগর কমিটি ঘোষণা করেন। কুমিল্লা দক্ষিণ জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ ওয়ালী উল্লাহ, সাধারণ সম্পাদক অ্যাড. বিকাশ চন্দ্র সাহা, উত্তর জেলা কমিটির সভাপতি মো. আলী হোসেন, সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, মহানগর কমিটির সভাপতি আনোয়ার চৌধুরী ও সাধারণ সম্পাদক সফিকুর রহমানের নামসহ প্রত্যেক কমিটির ২১ সদস্যের নাম ঘোষণা করা হয়।
বিডি প্রতিদিন/হিমেল