রাজধানীর এলিফেন্ট রোডে দুর্বৃত্তের হামলায় মঈনউদ্দিন ওরফে মঈন (১৮) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। মঈন এলিফেন্ট রোডের স্টাফকোয়ার্টারে থাকেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার দিনগত রাত ১২টা ৩০মিনিটে এলিফেন্ট রোডেই অবস্থিত ইর্স্টান মল্লিকা শপিং কপপ্লেক্স সংলগ্ন রাস্তায় বাসায় যাওয়ার পথে এ ঘটনা ঘটে। ঘটনার পর মঈন'র পিতা হারুন ভান্ডারি তাকে গুলিবিদ্ধ অবস্থায় হাসহপাতালে নিয়ে আসেন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) পুলিশ ক্যাম্প এএসআই আব্দুল খান চিকিৎসকের বরাত দিয়ে যানান, গুলিবিদ্ধ মঈনের বতর্মান অবস্থা আশঙ্কামুক্ত। সে চিকিৎসাধীন রয়েছেন। তবে কে বা কারা এই হামলা চালিয়েছে তা তাৎক্ষনিকভাবে জানা যায়নি। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গেছে।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত