গাজীপুর সিটি করপোরেশনের চক্রবর্তী এলাকায় শ্রমিক কলোনিতে আগুন লেগে টিনশেডের ১৮৩টি ঘর ও মালামাল পুড়ে গেছে। আজ বৃহস্পতিবার ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট কর্মীরা ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নেভায়।
তবে ভয়াবহ এ অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিত করে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন সাভার ফায়ার সার্ভিসের সহকারী উপ পরিচালক আক্তারুজ্জামান।
তিনি জানান, প্রথমে একটি ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। পরে দ্রুতই তা পাশের সেমিপাকা ঘরগুলো ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ইপিজেট ফায়ার সার্ভসের তিনটি ইউনিট ঘণ্টাখানেক চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।
তাৎক্ষণিকবাবে আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানাতে পারেননি আক্তারুজ্জামান।
বিডি প্রতিদিন/এনায়েত করিম