নারায়ণগঞ্জ জেলা গণফোরামের সভাপতি দেলোয়ার হোসেন চুন্নুকে আটক করেছে পুলিশ।
সোমবার দিবাগত রাত পৌনে ১২টায় শহরের এসএম মালেহ রোডের বাসা থেকে তাকে আটক করা হয়।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ডিউটি অফিসার এএসআই এনায়েত হোসেন আটকের সত্যতা নিশ্চিত করেছেন।
নারায়ণগঞ্জ-৫ (শহর ও বন্দর) আসনের জাতীয় ঐক্যফ্রন্টের মনোনীত ধানের শীষের প্রার্থী নাগরিক ঐক্যের উপদেষ্টা ও সাবেক এমপি এসএম আকরামের অন্যতম ঘনিষ্ঠ একজন হলেন চুন্নু। নির্বাচনের মনোনয়নপত্র কেনার আগেই চুন্নুর বাসায় প্রথম বৈঠক করেছিলেন এসএম আকরাম। সেখানে বিএনপি শীর্ষ স্থানীয় নেতারাও উপস্থিত ছিলেন।
এছাড়া এসএম আকরামের প্রতিটি গণসংযোগে সরব ছিলেন দেলোয়ার হোসেন চুন্নু।
বিডি প্রতিদিন/কালাম