২০১৮ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি)পরীক্ষায় কুমিল্লা শিক্ষা বোর্ডের পাসের হার ৮৬.৯৯ শতাংশ। গত বার পাসের হার ছিল ৬২.৮৩ শতাংশ। গেল বছরের তুলনায় এবার পাসের হার প্রায় ২৪ শতাংশ বেড়েছে। তবে কমেছে জিপিএ-৫ এর সংখ্যা।
সোমবার কুমিল্লা শিক্ষা বোর্ডের ফল ঘোষণা করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আসাদুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন বোর্ড সচিব প্রফেসর মো. আবদুস ছালাম।
বোর্ড সূত্র জানায়, এবছর মোট ২ লাখ ৯২ হাজার ৮শ ১১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। কৃতকার্য হয় ২ লাখ ৫৪ হাজার ৭শ ২৫ জন। জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৭শ ৪২ জন শিক্ষার্থী। গত বছর জিপিএ-৫ পেয়েছিল ৮ হাজার ৮৭৫জন। পরীক্ষায় কুমিল্লা শিক্ষা বোর্ডে ১ লাখ ৭৪ হাজার ১শ ২৬ জন মেয়ে শিক্ষার্থী এবং ১ লাখ ১৮ হাজার ৬শ ৮৫ জন ছেলে শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। পাসের হারের দিক থেকে এবছর মেয়েদের তুলনায় ছেলেরা এগিয়ে রয়েছে।
তবে জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে রয়েছে। চলতি বছর শত ভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ১৫৮টি, গত বছর শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৬১টি।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন