২৫০ শয্যা বিশিষ্ট আধুনিক ও বিশ্বমানের ক্যান্সার হাসপাতাল নির্মাণের লক্ষ্যে লটারির মাধ্যমে তহবিল সংগ্রহের উদ্যোগ নিয়েছে জন্য ‘বাংলাদেশ ক্যান্সার সোসাইটি হাসপাতাল এন্ড ওয়েলফেয়ার হোম’। এজন্য ২০ টাকা মূল্যমানের বাংলাদেশ ক্যান্সার সোসাইটি লটারি-২০১৮ টিকেট বিক্রির কার্যক্রম শুরু হয়েছে। আগামী ৫ ফেব্রুয়ারি পর্যন্ত সারাদেশে এই লটারির টিকিট পাওয়া যাবে। লটারির ড্র অনুষ্ঠিত হবে আগামী ৯ ফেব্রুয়ারি।
জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে বাংলাদেশ ক্যান্সার সোসাইটি লটারি-২০১৮ টিকেট বিক্রির কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়।
উদ্বোধন করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাঃ কনক কান্তি বড়ুয়া। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ক্যান্সার সোসাইটির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও অধ্যাপক ডাঃ মোল্লা ওবায়েদুল্লাহ বাকী।
বক্তব্য রাখেন বাংলাদেশ ক্যান্সার সোসাইটি লটারি-২০১৮ এর আহ্বায়ক ডা. নূরে আলম সিদ্দিকী, পরিবেশ আন্দোলন সভাপতি আবু নাসের খান, বাংলাদেশ মুক্তিযোদ্ধা ও প্রজম্ম চিকিৎসক পরিষদের সভাপতি অধ্যাপক (ডা.) মোঃ সিরাজুল হক, কার্যকরী সভাপতি অধ্যাপক ডা. আব্দুস সালাম খান, প্রকল্প পরিচালক অধ্যাপক ডা. গোলাম মহিউদ্দিন ফারুক, অধ্যাপক ডা. কানু গোপাল বালা, অধ্যাপক ডা. এ এস এম বদরুদ্দোজা, ডা. সিএম দিলওয়ার রানা, অধ্যাপক ডা. কাজী মুশতাক হোসেন, বাংলাদেশ ক্যান্সার সোসাইটির সহ সভাপতি সুলতান মাহমুদুর রহমান প্রমুখ।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন