২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি বিএনপি-জামায়াত জোট সরকারের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে কাশিমপুর কারাগার থেকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। শনিবার বিকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে বাবরকে বরিশাল কারাগারে প্রেরণ করা হয়। বরিশাল কেন্দ্রীয় কারাগারের জেলার মো. ইউনুস বিষয়টি নিশ্চিত করেছেন।
জেলার মো. ইউনুস জানান, ফাঁসির দণ্ড প্রাপ্ত আসামি লুৎফুুজ্জামান বাবরকে কাশিমপুর কারাগার থেকে বিকালে বরিশাল কারাগারে নিয়ে আসা হয়েছে। তাকে বরিশাল কারাগারের কনডেম সেলে রাখা হয়েছে। তবে হঠাৎ করে বাবরকে বরিশাল কারাগারে স্থানান্তরের বিষয়ে কিছু বলতে নারাজ জেলার মো. ইউনুস।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন