চট্টগ্রাম-৯ (কোতয়ালী) আসনের যেসব ভোটার এখনো স্মার্ট কার্ড পায়নি, ভোটের আগেই তারা পেয়ে যাবেন স্মার্ট আইডি কার্ড। ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট গ্রহণের সিদ্ধান্তের পর অগ্রাধিকার ভিত্তিতে কোতয়ালীসহ দেশের ছয়টি আসনের ভোটারদের স্মার্ট কার্ড দেয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের উপ-পরিচালক মোহাম্মদ মোশারফ হোসেন স্বাক্ষরিত একটি চিঠিতে অগ্রাধিকার ভিত্তিতে ছয়টি আসনের যারা স্মার্ট আইডি কার্ড পাননি, ভোটের আগেই তাদের কার্ড দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে।
উল্লেখ্য, তথ্যে ত্রুটি থাকার কারণে নির্ধারিত সময়ে অনেক ভোটারের স্মার্ট কার্ড প্রস্তুত করা সম্ভব হয়নি। নতুনভাবে তাদের স্মার্ট কার্ড মুদ্রণ করে ছয়টি আসনে পাঠানো হয়েছে। ভোটাররা উপজেলা বা থানা নির্বাচন অফিসে আই রিশ ও হাতের ১০ আঙুলের ছাপ দিয়ে স্মার্ট কার্ড সংগ্রহ করতে পারবেন। এসব তথ্য ভোটারদের জানানোর জন্য প্রচারের ব্যবস্থা গ্রহণ করতে ইসির পক্ষ থেকে সংশ্লিষ্টদের নির্দেশনা দেয়া হয়েছে।
কোতয়ালী থানা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এ পর্যন্ত ১ লাখ ৪৪ হাজার ৩৮০ জন ভোটার স্মার্ট কার্ড পেয়েছেন। ত্রুটিজনিত কারণে পাননি ৬ হাজার ৬৫০ জন ভোটার। তবে ইভিএমে ভোট দিতে স্মার্ট কার্ড থাকা বাধ্যতামূলক নয়। ভোটার নাম্বার নিয়ে গেলে তা দিয়ে ইভিএমে ভোট দিতে পারবেন বলে জানান থানা নির্বাচন কর্মকর্তা মো. কামরুল আলম।
প্রসঙ্গত, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কোতয়ালী আসন থেকে আওয়ামী লীগের মহিবুল হাসান চৌধুরী নওফেল ও বিএনপির ডা. শাহাদাত হোসেনসহ ৯ জন প্রার্থী বিভিন্ন রাজনৈতিক দলের ব্যানারে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন