সাভারে সংসদ সদস্যের নির্বাচনী প্রচারণার সময় যুবলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে। আশুলিয়া থানা যুবলীগের আহ্বায়ক কবির হোসেন সরকারসহ (৩৮) ১০ নেতাকর্মীর নাম উল্লেখ করে ১৫ জনের নামে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার রাতে আহত আওয়ামী লীগ নেতা মোসারফ হোসেন মুসার ভাই মহিবুর রহমান বাদী হয়ে মামলাটি করেন (মামলা নং ৪৩)।
এই ঘটনায় রাতে অভিযান চালিয়ে নয়ারহাট এলাকা থেকে পাথালিয়া ইউনিয় যুবলীগের আহ্বায়ক সুমন পন্ডিতকে গ্রেফতার করে পুলিশ।
আশুলিয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক দিপু বলেন, এই ঘটনার সাথে জড়িত সুমন মন্ডল পন্ডিকে গ্রেফতার করা হয়েছে। তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। যারা জড়িত তারা বিএনপি থেকে আসা কিনা তা তদন্ত চলছে। এছাড়া নির্বাচনে কেউ যেন কোন নাশকতা করতে না পারে সেই দিকে খেয়াল রাখা হচ্ছে।
তিনি আরো বলেন, আশুলিয়ার যুবলীগের আহবায়ক কবির হোসেন সরকারে বিরুদ্ধে এর আগে বেশ কয়েকটি নাশকতা মামলা রয়েছে, সেগুলির তদন্ত চলছে। এই ঘটনায় অন্য আসামি ধরার জন্য অভিযান চলছে।
বিডি প্রতিদিন/হিমেল