‘আমার বিরুদ্ধে একজন দাঁড়িয়েছে, ওর নাম বলতে চাই না, ঘৃণা থেকে ওর নাম বলতে চাই না, নাটক করে।
মুন্সীগঞ্জ-১ আসনের নৌকার প্রার্থী মাহী বি চৌধুরীর বিরুদ্ধে ক্ষোভ ঝেড়ে এ মন্তব্য করেন শাহ মোয়াজ্জেম হোসেন।
শুক্রবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
মহাজোট প্রার্থী মাহী বি চৌধুরীর নাম উল্লেখ না করে শাহ মোয়াজ্জেম বলেন, ‘আমার বিরুদ্ধে একজন দাঁড়িয়েছে, ওর নাম বলতে চাই না, ঘৃণা থেকে ওর নাম বলতে চাই না, নাটক করে। ওর বাপও প্রেসিডেন্ট ছিলেন এবং তাকে প্রেসিডেন্ট থেকে কীভাবে নামিয়ে দেয়া হয়েছিল, আপনারা তা জানেন। ওর দাদাও এক সময় মন্ত্রী ছিলেন। এলাকায় চার পয়সার কাজও করেননি।’
শাহ মোয়াজ্জেম চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, মুন্সীগঞ্জ-১ আসনে আমাদের সাপোর্ট ৯০ ভাগের বেশি। যদি একটা স্বচ্ছ ভোট হয়, তা হলে আমরা ৯০ ভাগ ভোট পেয়ে জয়ী হব। আর যদি না পাই, তা হলে রিজাইন দেব।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, নির্বাহী সদস্য তাবিথ আউয়াল প্রমুখ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন