রাজধানীর শাহবাগ থানার নাশকতার মামলায় বিএনপি নেতা সাইফুল আলম নিরবসহ ৩৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। আজ মামলার অভিযোগপত্র আমলে নিয়ে ঢাকা মহানগর হাকিম সরাফুজ্জামান আনছারী এ আদেশ দেন।
মামলা সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ১৯ ডিসেম্বর বিএনপি চেয়ারপারস বেগম খালেদা জিয়া পুরান ঢাকার বকশীবাজারের আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে হাইকোটের্র মাজারের সামনে পুলিশের ব্যারিকেড ভেঙে নেতাকর্মীরা রাস্তায় মিছিল করে। এসময় পুলিশ বাধা দিলে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এ ঘটনায় শাহবাগ থানার উপ-পরিদর্শক জমসেদুর রহমান বাদী হয়ে মামল করেন। পরে ঘটনার তদন্ত করে বিএনটি নেতা হাবীব উন নবী খান সোহেল, সুলতান সালাউদ্দিন টুকু, নবী উল্লাহ নবীসহ ৭১ জনের বিরুদ্ধে ১৫ ডিসেম্বর আদালতে চার্জশিট দাখিল করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার