নারায়ণগঞ্জের ফতুল্লার বাসায় মশার কয়েল থেকে সৃষ্ট আগুনে দগ্ধ একই পরিবারের ৯ জনের মধ্যে ছায়া রানী (৫৫) ও তার মেয়ে সুস্মিতা (২৭) মারা গেছেন।
বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা গেছেন।
নিহতদের মধ্যে বৃহস্পতিবার ভোরে ছায়া রানী এবং সকাল ১০টার দিকে সুমিত্রার মৃত্যু হয়। চিকিৎসকরা জানিয়েছেন, আগুনে ছায়া রানীর শরীরের ৬০ শতাংশ এবং সুমিত্রার শরীরের ৩৭ শতাংশ দগ্ধ হয়েছিল।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্য এসআই বাচ্চু মিয়া গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, তাদের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
এর আগে, বুধবার ভোরে ফতুল্লার কোতালেরবাগ এলাকায় একটি চারতলা বাড়ির তৃতীয় তলায় অগ্নিকাণ্ডে একই পরিবারের নয়জন দগ্ধ হন। তাদের সবাইকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। বাকি দগ্ধরা হলেন নারায়ণ (৪০), রমিত (১৪), শাওন (১০), অর্চন (২৮), অর্পিতা (১০), শ্রীনাথ (৩৫) ও অনামিকা (১৫)।
বিডি-প্রতিদিন/২০ ডিসেম্বর, ২০১৮/মাহবুব