‘অভিবাসীর অধিকার-মর্যাদা ও ন্যায় বিচার’ এই প্রতিপাদ্য সামনে রেখে গাজীপুর জেলা প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০১৮ যথাযথভাবে পালন করা হয়েছে।
এ উপলক্ষ্যে মঙ্গলবার সকালে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর।
এসময় গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ও এলএ) সঞ্জীব কুমার দেবনাথ প্রমুখ উপস্থিত ছিলেন। অভিবাসন প্রত্যাশীদেরকে যেকোন ট্রেডে দক্ষতা অর্জন করে অভিবাসী হওয়ার আহ্বান জানান জেলা প্রশাসক।
বিডি প্রতিদিন/হিমেল