নাটোরের বড়াইগ্রামে মাইক্রোবাস চাপায় খোরশেদা বেগম (৫০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
শুক্রবার সকালে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে উপজেলার রেজুর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত খোরশেদা বেগম উপজেলার মাঝগাঁও ইউনিয়নের পারকোল গ্রামের মৃত আবুল কালামের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, খোরশেদা বেগম সকালে মহাসড়ক সংলগ্ন ফিডার সড়কে ধান শুকাচ্ছিলেন। এ সময় অজ্ঞাত একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে ফিডার রোডে গিয়ে খোরশেদা বেগমকে চাপা দয়ে পালিয়ে যায়। গুরুতর আহত খোরশেদা বেগমকে উদ্ধার করে বড়াইগ্রাম হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলিম হোসেন শিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/কালাম