সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এ্যাডভোকেট সুলতানা কামাল বলেছেন, ঘরে বাইরে কোথাও আজ আমরা নিরাপদ নই। খুন, গুম, ধর্ষণের পাশাপাশি দেশের গণতন্ত্র আজ বিপন্ন। শিশুদের শিক্ষা ব্যবস্থা আজ প্রশ্নবিদ্ধ। আর এসবই ঘটছে অসুস্থ প্রতিযোগিতা মূলক মনোভাবের কারণে। এজন্য শিশুদের শিক্ষা ক্ষেত্রসহ সর্বস্তরে প্রতিযোগিতামূলক অংশগ্রহণের মনোভাব পরিহার করে নৈতিকতা ও আত্মমর্যাদা সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে অভিভাবকদের আহ্বান জানান তিনি।
রাজধানীর জাতীয় প্রেস ক্লাব কনফারেন্স লাউঞ্জে আজ বিকালে উইমেন জার্নালিস্টস ফোরাম আয়োজিত এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন।
মহান বিজয় দিবসের বার্তা এবং স্বাধীনতার চেতনা নতুন প্রজন্মের হৃদয়ে গেঁথে দেয়ার প্রয়াস হিসেবে “আমরা বিজয়ী শিশু” শিরোনামে এরআগে ছবি আঁকা ও আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করে সংগঠনটি। এতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন স্কুলের তিনটি বিভাগে মোট ১০৩ জন প্রতিযোগীর প্রতিযোগিতায় অংশ নেয় বলে জানান আয়োজকরা। এর মধ্যে ২১ জন বিজয়ী হিসেবে পুরস্কার গ্রহণ করে। পরে পুরস্কার প্রাপ্ত শিশুরা স্বাধীনতা ও বিজয়ের গান ও কবিতা পরিবেশন করে।
সভায় সভাপতিত্ব করেন উইমেন জার্নালিস্ট ফোরামের সভাপতি মমতাজ বিলকিস বানু। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক শারমীন রিনভী। বক্তব্য রাখেন প্রখ্যাত চিত্রশিল্পী অধ্যাপক সমরজিৎ রায় চৌধুরী, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি নাসিমুন আরা হক মিনু, উইমেন জার্নালিস্ট ফোরামের ভাইস প্রেসিডেন্ট মাহমুদা চৌধুরী, সাজেদা সেতারা আর্ট একাডেমির পরিচালক মীর আহসান।
চিত্রশিল্পী অধ্যাপক সমরজিৎ রায় চৌধুরী বলেন, পড়াশোনার পাশাপাশি শিশুদের বিভিন্ন সৃজনশীল কাজে উদ্বুদ্ধ করতে হবে। তাহলেই আগামী প্রজন্ম আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠতে পারবে। ফরিদা ইয়াসমিন বলেন, শিশুদের দেশের সুনাগরিক হিসেবে গড়ে তোলার দায়িত্ব অভিভাবকদের হাতেই। মুক্তিযুদ্ধ ও বিজয় দিবসের চেতনাকে ধারণ করেই শিশুদের গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে কথাশিল্পী ও সিনিয়র সাংবাদিক মকবুলা পারভীন, উইমেন জার্নালিস্ট ফোরামের যুগ্ম সম্পাদক ফাহমিদা আহমদ, আফরোজা নাজনীন, আফরোজা আঁখি, শুক্লা সরকার, আলেয়া বেগম আলো, নাসরীন গীতিসহ সদস্যরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল