আগামী ১৮ ডিসেম্বর অনুষ্ঠিতব্য জাতীয় প্রেসক্লাব নির্বাচনে লড়তে যুগান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক ক্লাবের বর্তমান সিনিয়র সহ-সভাপতি সাইফুল আলমকে সভাপতি ও ক্লাবের বর্তমান সাধারণ সম্পাদক ইত্তেফাকের ফরিদা ইয়াসমিনকে পুনরায় সাধারণ সম্পাদক প্রার্থী করে মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের সাংবাদিক ফোরামের একক প্যানেল ঘোষণা করা হয়েছে।
সোমবার সন্ধ্যায় প্রেসক্লাবের তৃতীয় তলার মিলনায়তনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও ফোরাম নেতা মোল্লা জালাল ঐক্যবদ্ধ এ প্যানেলের প্রার্থীদের নাম ঘোষণা করেন। এসময় ফোরামের শীর্ষ নেতা ইকবাল সোবহান চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে প্যানেলের পক্ষে নির্বাচনের সার্বিক দিক পর্যবেক্ষণের জন্য একটি নির্বাচন পরিচালনা কমিটিও গঠন করা হয়। ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু জাফর সূর্য নির্বাচন পরিচালনা কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন। এ সময় ফোরামের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দসহ জাতীয় প্রেসক্লাবের বিপুল সংখ্যাক সদস্য উপস্থিত ছিলেন।
প্যানেলের প্রার্থীদের নাম ঘোষণার আগে যেসব পদে ফোরামের একাধিক প্রার্থী মনোনয়ন দাখিল করেছিলেন তাদের মনোনয়নপত্র প্রত্যাহারের অনুরোধ জানান ইকবাল সোবহান চৌধুরী।
ফোরামের অন্যান্য পদের প্রার্থীরা হলেন- বাসসের যুগ্ম প্রধান বার্তা সম্পাদক ওমর ফারুক (সিনিয়র সহ-সভাপতি), বাংলাদেশের খবরের সম্পাদক ক্লাবের বর্তমান সহ-সভাপতি আজিজুল ইসলাম ভূইয়া (সহ-সভাপতি), সমকালের নগর সম্পাদক ক্লাবের বর্তমান যুগ্ম সম্পাদক শাহেদ চৌধুরী (যুগ্ম সম্পাদক), ইত্তেফাকের কূটনৈতিক প্রতিবেদক ক্লাবের বর্তমান ব্যবস্থাপনা কমিটির সদস্য মাঈনুল আলম (যুগ্ম সম্পাদক), ভোরের কাগজ সম্পাদক ক্লাবের বর্তমান ব্যবস্থাপনা কমিটির সদস্য শ্যামল দত্ত (কোষাধ্যক্ষ)।
এছাড়া ব্যবস্থাপনা কমিটির ১০টি সদস্য পদে মনোনয়নপ্রাপ্তরা হলেন- রেজওয়ানুল হক রাজা, শাহনাজ বেগম, শামসুদ্দিন আহমেদ চারু, হাসান আরেফিন, কল্যাণ সাহা, কুদ্দুস আফ্রাদ, আইয়ুব ভূইয়া, আলী হাবিব, রহমান মোস্তাফিজ ও শাহনাজ সিদ্দিকী সোমা।
বিডি প্রতিদিন/এনায়েত করিম