সদ্য নিযুক্ত হুসেইন মুহম্মদ এরশাদের বিশেষ সহকারী রুহুল আমিন হাওলাদারের পদ জাতীয় পার্টির দ্বিতীয় সর্বোচ্চ পদমর্যাদা নয়। চেয়ারম্যানের অনুপস্থিতিতে তিনি শুধু দলের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবেন।
জাতীয় পার্টির পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে।
শনিবার রাতে রুহুল আমিন হাওলাদারের পদমর্যাদাকে দলটির দ্বিতীয় সর্বোচ্চ পদ হিসেবে বিবৃতি দেয়ার একদিন পর আজ সকালে দলটির পক্ষ থেকে পাঠানো বিবৃতিতে নতুন করে এ তথ্য জানানো হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন