বিএনপির জাতীয় নির্বাহী কমিটি সদস্য সৈয়দ শাহাদৎ আহমেদকে গ্রেফতার করেছে মাহানগর গোয়েন্দা পুলিশ। শনিবার রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর রামপুরা ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
রমনা থানায় দায়ের করা একটি নাশকতা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার শহিদুল্লাহ।
রমনা জোনাল টিমের এসি শামসুল আরেফিন বলেন, "বিএনপি নেতা শাহাদৎ দীর্ঘদিন ধরে পালতক ছিল। মোবাইল ফোন ট্রাকিংয়ের মাধ্যম্যে তার অবস্থান নিশ্চিত হয় পুলিশ। এর পর অভিযান চালিয়ে রামপুরা এলাকা থেকে তাকে গ্রেফতরা করা হয়েছে।"
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর