গতবারের ন্যায় খুলনায় এবারও প্রাথমিক শিক্ষা সমাপনী (পিএসসি) ও জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে রয়েছে।
এবার পিএসসিতে ১৯ হাজার ৪১ জনের মধ্যে পাস করেছে ১৮ হাজার ৩৬৩ জন মেয়ে। জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৬২৫ জন। ছেলেদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ২৮৮ জন। জেএসসিতে মেয়েদের ১৫ হাজার ৪২১ জনের মধ্যে পাস করেছে ১৩ হাজার ৪৪৮ জন। ছেলেদের মধ্যে পাস করেছে ১২ হাজার ৫২৬ জন।
খুলনায় পিএসসিতে পাসের হার ৯৬ দশমিক ১১ ও জেএসসিতে ৮৬ দশমিক ০১ শতাংশ।
জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এবার পিএসসিতে খুলনায় পরীক্ষার্থী ছিল ৩৫ হাজার ৯৮৭ জন। এর মধ্যে পাস করেছে ৩৪ হাজার ৫৯০ জন। গতবার খুলনায় ৩৮ হাজার ৩৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করে ৩৭ হাজার ৬০০ জন। গতবারের তুলনায় এবার পরীক্ষার সংখ্যা কম ছিল।
এছাড়া খুলনার ৪২১টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এ বছর জেএসসি পরীক্ষায় ৩০ হাজার ১৯৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে পাস করেছে ২৫ হাজার ৯৭৪ জন।
বিডি প্রতিদিন/৩০ ডিসেম্বর ২০১৭/আরাফাত