সিলেটে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজ শুরু হয়েছে। শনিবার সকালে সিলেট নগরীর মাছিমপুরে মণিপুরী পাড়ায় এ স্মৃতিস্তম্ভের নির্মাণ কাজের উদ্বোধন করেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী।
এসময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর মোস্তাক আহমদ, সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর সালেহা কবির শেপী, মণিপুরী কমিউনিটি নেতা ডা. ইউকে সিনহা, মণিপুরী সমাজকল্যাণ সমিতি, সিলেটের সাধারণ সম্পাদক সংগ্রাম সিংহ, মণিপুরী সমাজকল্যাণ সমিতির কেন্দ্রীয় পর্ষদের দফতর ও প্রচার সম্পাদক সুনীল সিংহ, মাছিমপুর শাখার সভাপতি রমেন্দ্র কুমার সিংহ বাপ্পা ও সাধারণ সম্পাদক ধীরেন্দ্র কুমার সিংহ ধীরু, মণিপুরী পঞ্চায়েত কমিটির সভাপতি সত্যজিৎ সিংহ সত্যবান প্রমুখ।
প্রসঙ্গত, ১৯১৯ সালে সিলেট সফরকালে ৬ নভেম্বর মাছিমপুর মণিপুরী পাড়ায় গমন করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। সেখানে মণিপুরী নৃত্যানুষ্ঠান উপভোগ করেছিলেন। পরবর্তীতে তিনি শান্তিনিকেতনে মণিপুরী নৃত্যকলার উপর একটি বিভাগ চালু করেন। সেখান থেকেই বিশ্বব্যাপী মণিপুরী নৃত্যানুষ্ঠান সমাদৃত হয়।
বিডি প্রতিদিন/৩০ ডিসেম্বর ২০১৭/আরাফাত