জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় (জেএসসি) সিলেট বোর্ডে এবার পাসের হার ও জিপিএ-৫ কমেছে। বোর্ডে এবার পাসের হার ৮৯.৪১ শতাংশ । গতবছর পাসের হার ছিল ৯৩.৩৭ শতাংশ। গতবছর ১০ হাজার ২৫৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেলেও এবার পেয়েছে ৭ হাজার ৬২১ জন শিক্ষার্থী।
শনিবার দুপুরে সিলেট শিক্ষা বোর্ডের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে ফল প্রকাশ করেন পরীক্ষা নিয়ন্ত্রক কবির আহমদ।
সিলেট বোর্ডের অধীনে চার জেলার (সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ, মৌলভীবাজার) এক লাখ ৩৫ হাজার ২০২ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে এক লাখ ২০ হাজার ৮৮২ জন। পরীক্ষায় অংশগ্রহণকারী ১ হাজার ৯টি স্কুলের মধ্যে শতভাগ পাসের গৌরব অর্জন করেছে ১৭১টি স্কুল। কেউ পাস করেনি এমন বিদ্যালয় নেই।
গত বছর মেয়েদের চেয়ে ছেলেরা ভালো ফল করলেও এবার এগিয়ে মেয়েরা। মেয়েদের পাসের হার ৮৯.৫৩ শতাংশ। আর ছেলেরা পাস করেছে ৮৯ দশমিক ২৪ শতাংশ।
সার্বিক ফলাফলে আমরা সন্তোষ প্রকাশ করে পরীক্ষা নিয়ন্ত্রক কবির আহমদ জানিয়েছেন, ভাটি অঞ্চলে বন্যার প্রভাব এবং গণিত ও ইংরেজি বিষয়ে ফলাফল কিছুটা খারাপ হওয়ায় পাসের হার কমেছে।
এদিকে, প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় (পিএসসি) সিলেটে পাসের হার ৯১.৮৮ এবং ইএসসিতে পাসের হার ৯০.৪১। এবারের ফলাফলের বিষয়ে সিলেট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুরুল ইসলাম সন্তোষ প্রকাশ করেছেন।
বিডি প্রতিদিন/৩০ ডিসেম্বর ২০১৭/আরাফাত