রাজধানীর ধানমন্ডি ও সূত্রাপুর এলাকায় শুক্রবার সকাল ৭টার দিকে পৃথক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন বলে জানা গেছে। নিহতরা হলেন- রিকশাচালক আবুল কালাম (৫৫) ও নির্মাণশ্রমিক আনোয়ার হোসেন (২৫)।
জানা যায়, রাজধানীর ধানমন্ডির মধুবাজার এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক আবুল কালাম গুরুতর আহত হন। এসময় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে সকাল ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অপরদিকে রাজধানীর সূত্রাপুর এলাকায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে আনোয়ার হোসেন নামে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ি ইনর্চাজ উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বলেন, ময়নাতদন্তের জন্য লাশ দুটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
বিডি প্রতিদিন/২৯ ডিসেম্বর ২০১৭/এনায়েত করিম