বকেয়া মজুরির দাবিতে খুলনার রাষ্ট্রায়ত্ব ৭ পাটকলে অনির্দিষ্টকালের কর্মবিরতী পালন করেছেন শ্রমিকরা।
আজ সকাল থেকে শ্রমিকরা উৎপাদন বন্ধ রেখে রাজপথে বিক্ষোভ কর্মসূচী পালন করে। এসময় দফায় দফায় মিছিল ও মিল গেটের সামনে টায়ারে আগুন জ্বালানো হয়।
জানা যায়, পাটকলগুলোতে প্রায় ৩০ হাজার শ্রমিকের ৬ থেকে ৮ সপ্তাহের মজুরি বকেয়া রয়েছে। এ সপ্তাহেও তাদের মজুরি দেয়া হবে না, এই খবরে উত্তেজনা দেখা দেয়। শ্রমিকরা জানায়, সকাল সোয়া ৯টার দিকে প্রথমে প্লাটিনাম ও পরবর্তীতে সকাল ১০টায় ক্রিসেন্ট জুট মিলের উৎপাদন বন্ধ করে দেয় শ্রমিকরা। দুপুরের পর থেকে রাষ্ট্রায়ত্ব অন্য পাটকলের শ্রমিকরাও এই আন্দোলনে যোগ দেয়।
পাটকল শ্রমিকরা জানায়, প্রতিটি মিলে শ্রমিকদের ৮ সপ্তাহের মজুরি বকেয়া পড়েছে। মজুরি না পেয়ে অর্থের অভাবে পরিবার নিয়ে তারা না খেয়ে মরতে বসেছে। শ্রমিকরা দেনার দায়ে জর্জরিত হয়ে পড়েছি। অথচ মিল কর্তৃপক্ষের এ বিষয়ে কোন নজর নেই। এ অবস্থায় বাধ্য হয়ে শ্রমিকরা আন্দোলনে নেমেছেন।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন