রাজধানীর যাত্রাবাড়ীর হানিফ ফ্লাইওভারে বাসচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তার নাম রাকিব, বয়স ২২ বছর। এসময় আহত হয়েছেন আরও দুই আরোহী। তারা হলেন-বিপ্লব ও হৃদয়।
জানা যায়, বুধবার রাত সাড়ে ১০টার দিকে তারা মোটরসাইকেলে করে জুরাইন থেকে গুলিস্তান যাচ্ছিল। পথে হানিফ ফ্লাইওভারে টোলপ্লাজার কাছে একটি বাস তাদের বহনকারী মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে তারা সামান্য আহত হলেও গুরুতর আহত হয় রাকিব। দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ মর্গে রাখা হয়েছে।
আহতরা জানান, রাজধানীর নতুন জুরাইনের আলম মার্কেট এলাকায় থাকে তারা এবং রাকিব গুলিস্তান এলাকায় একটি জুতার দোকানে কাজ করত।
বিডি প্রতিদিন/২৮ ডিসেম্বর ২০১৭/ওয়াসিফ