সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম দুজনেই আগামী সিটি নির্বাচনে বিএনপির মেয়র পদপ্রার্থী। এবার দুজনকেই জাসাসের একটি অনুষ্ঠানে একসঙ্গে নাচতে দেখা গেছে।
জাসাসের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে 'গানে গানে কিছুক্ষণ' শিরোনামে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানেই দু'জনেই আমন্ত্রিত ছিলেন। এক পর্যায়ে তারা হাতে তালি দিতে দিতে গানের সঙ্গে নাচতে থাকেন। উপস্থিত ও দর্শক ও অতিথিরাও তাদের নাচ দেখে করতালির মাধ্যমে অনুষ্ঠান প্রাঙ্গন মুখরিত করে তোলেন।
বিডি প্রতিদিন/২৭ ডিসেম্বর, ২০১৭/ফারজানা