রাজধানীর উত্তরা আজমপুর এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক (৩৫) নারীর মৃত্যু হয়েছে। আজ বিকেলে আজমপুর রেলগেটের উত্তর পাশে দিয়ে পায়ে হেঁটে রেললাইন অতিক্রম করার সময় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. রবিউল্লাহ বলেন, পায়ে হেঁটে রেললাইনে অতিক্রম করার সময় একটি ট্রেনের নিচে কাটা পড়েন ওই নারী। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার মরদেহ ময়নাতদন্ত জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/২৬ ডিসেম্বর ২০১৭/হিমেল