বরিশাল নগরীর সিএন্ডবি রোডে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র সোহেল চৌধুরীকে কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষ। গত সোমবার রাতে এই হামলার প্রতিবাদে আহতের সহপাঠীরা বরিশাল-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। আহত সোহেল ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের ৭ম পর্বের ছাত্র। নগরীর টিটিসি এলাকার একটি ছাত্রাবাসে থেকে পড়াশোনার পাশাপাশি স্থানীয় একটি খাবারের দোকানে খÐকালীন চাকরি করেন তিনি।
সোহেল জানান, গত সোমবার রাতে নগরীর চৌমাথা লেক সংলগ্ন এলাকায় পেছন থেকে এক দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে তার উপর হামলা চালায়। প্রথমে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে তা প্রতিহত করেন তিনি। পরে বাম পায়ে কয়েকটি কোপ দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্ত। যাওয়ার সময় বলে যায় তাকে (সোহেল) ভুলে কুপিয়েছে সে।
এদিকে হামলার খবর পেয়ে সোহেলের সহপাঠীরা টেক্সটাইল ইঞ্জিনিংয়ারিং কলেজের সামনে বরিশাল-ঢাকা মহাসড়কে অবস্থান নিয়ে এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ করে। খবর পেয়ে পুলিশ অভিযুক্তকে গ্রেফতারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় তারা।
ঘটনাস্থল পরিদর্শনকারী কোতয়ালী মডেল থানার এসআই মো. মহিউদ্দিন জানান, সোহেলের উপর হামলাকারীকে প্রাথমিকভাবে সনাক্ত করা যায়নি। লিখিত অভিযোগ পেলে এ বিষয়ে প্রয়োজনীয় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেবে পুলিশ।
বিডি প্রতিদিন/২৬ ডিসেম্বর ২০১৭/হিমেল