রাজধানীর যাত্রাবাড়ীর শ্যামপুরে একটি টেক্সটাইল মিলের তিনতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২৫ ডিসেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত ৫০ জন ওই টেক্সটাইল মিলের ছাদে আটকা পড়ে আছে বলে জানা গেছে।
আগুন নেভাতে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ৮টি ইউনিট কাজ করছে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কন্ট্রোল রুমের ইন্সপেক্টর মাহমুদুল হাসান জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা আটকে পড়াদের উদ্ধারে কাজ করছে।
বিডি প্রতিদিন/২৫ ডিসেম্বর ২০১৭/হিমেল