ডাক্তারের পরামর্শ ছাড়া অনেকে ফার্মেসি কিংবা ফুটপাত থেকে ওষুধ কিনেন। যেগুলোর সবই রোগ মুক্তির ওষুধ নয়। আসলে বিভিন্ন রোগ মুক্তির নামে বাজারে বিক্রি হওয়া অনেক ওষুধই ভেজাল। কিছু আবার বিষাক্ত কেমিক্যাল দিয়ে বানানো। এমনকি পাইকারি দামে এসব ভেজাল ওষুধ পাওয়া যায় রাজধানীর বিভিন্ন বাজারে। যা খেয়ে রোগ মুক্তি তো দূরের কথা, উল্টো রোগগ্রস্ত হওয়ার আশঙ্কা বেশি। এমনকি যা কেড়ে নিতে পারে আপনার জীবনও। বেসরকারি স্যাটেলাইট চ্যানেল নিউজ টোয়েন্টিফোরের অনুসন্ধানীমূলক অনুষ্ঠান টিম আন্ডারকাভারের এবারের পর্বে উঠে এসেছে ভেজাল ওষুধের নানা নেপথ্য কাহিনী। অনুষ্ঠানটি শনিবার রাত ৯টায় প্রচারিত হয়েছে। বিস্তারিত দেখতে ভিডিওতে ক্লিক করুন।
বিডি-প্রতিদিন/২৪ ডিসেম্বর, ২০১৭/মাহবুব