রাজধানীর আদাবরের ছয় নম্বর রোডের একটি নির্মাণাধীন ভবনের পানির ট্যাংকের ভেতর থেকে রবিবার সকালে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম শহিদুল, বয়স ৬২ বছর।
এ ব্যাপারে আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান জানান, শহিদুল নির্মাণাধীন ভবনের নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করতেন। ধারণা করা হচ্ছে শনিবার রাতে ট্যাংক থেকে পানি উঠানোর সময় ট্যাংকের ভেতরে পড়ে তার মৃত্যু হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/২৪ ডিসেম্বর ২০১৭/ওয়াসিফ