রাজধানীর খিলগাঁও এবং মুগদা এলাকায় অভিযান চালিয়ে জেএমবির সারোয়ার-তামিম গ্রুপের দাওয়াতি শাখার দুই সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১১)। তাদের নাম আরিফ (৪১) ও রমিজ (৩৪)।
শনিবার দিনগত রাতে খিলগাঁও রেলওয়ে ক্রসিং থেকে আরিফ ও মুগদা থেকে রমিজকে গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে র্যাব ১১ এর অধিনায়ক লে. কর্নেল কামরুল হাসান জানান, আটকরা গত জুন মাসে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় সন্ত্রাস দমন আইনে দায়ের করা একটি মামলার আসামি।
বিডি প্রতিদিন/২৪ ডিসেম্বর ২০১৭/ওয়াসিফ