বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) আগামী নির্বাচনে কমিউনিস্ট পার্টির (সিপিবি) জেলা সভাপতি অ্যাডভোকেট একে আজাদকে মেয়র প্রার্থী পদে ঘোষণা করা হয়েছে। গত শুক্রবার রাতে নগরীর নাজির মহল্লা সড়কের জেলা সিপিবি দলীয় কার্যালয়ে এক দলীয় সভায় এই সিদ্ধান্ত হয়। একই সাথে কাউন্সিলর প্রার্থীদের নামের তালিকাও ঘোষণা করা হয়েছে।
এর মধ্যে ২ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হিসেবে স্বপন দত্ত, ৪ নম্বর ওয়ার্ডে সুমন দত্ত, ৬ নম্বর ওয়ার্ডে এএসএম মানিক, ৭ নম্বর ওয়ার্ডে অধ্যাপক পরিতোষ চন্দ্র হালদার, ৯ নম্বর ওয়ার্ডে শম্পা দাস, ১৯ নম্বর ওয়ার্ডে বিমল মুখার্জী, ২৩ নম্বর ওয়ার্ডে রেজাউল ইসলাম খোকন, ২৬ নম্বর ওয়ার্ডে অধ্যাপক বিপ্লব দাস এবং সংরক্ষিত ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে জোৎস্না বেগমেকে কাউন্সিলর প্রার্থী ঘোষণা করেছে কমিউনিস্ট পার্টি।
সভায় অন্যান্যদের মধ্যে জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক অধ্যক্ষ আকম মিজানুর রহমান সেলিম, অধ্যাপক নৃপেন্দ নাথ বাড়ৈ, শাহ আজিজুর রহমান, এএসএম মানিক, হারুন-অর রশিদ, বিমল মুখার্জী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এর আগে গত ৮ ডিসেম্বর বিসিসি নির্বাচনে বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) জেলা কমিটির সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তীকে মেয়র প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয়।
বিডি প্রতিদিন/২৩ ডিসেম্বর ২০১৭/হিমেল