সাভারে ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ঢাকা জেলা সিভিল সার্জন এহসানুল করিম এ ক্যাম্পেইনের উদ্ভোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা জেলা সিভিল সার্জন বলেন, রাতকানা, হাম ও দেহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রোগের জন্য ৬ মাস থেকে ১১ মাসের প্রতিটি শিশুকে ১টি করে নীল রংঙের ভিটামিন-এ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস পর্যন্ত প্রতিটি শিশুকে ১টি করে লাল রংঙের ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে।
এছাড়াও ভিটামিন এ ক্যাম্পেইনে একটি শিশুও যেন বাদ না পড়ে সেজন্য সাভারের বিভিন্ন এলাকায় একযোগে ২৮৮ টি অস্থায়ী, অতিরিক্ত ১২টি কেন্দ্রসহ মোট ৩০০টি কেন্দ্রে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন (২য় রাউন্ড) খাওয়ানো হবে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ১৯৭৩ সাল থেকে জাতীয়ভাবে শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রম পরিচালনা করে আসছে। জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনকে সর্বাত্মকভাবে সফল করার লক্ষ্যে প্রয়োজনীয় কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
এছাড়াও সাভার উপজেলা একটি শিল্পাঞ্চল এলাকা হওয়া পোশাক কারখানার শ্রমিকদের জন্য অতিরিক্ত আরো তিনদিন এ ক্যাম্পেইন পরিচালনা করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে এসময় আরো উপস্থিত ছিলেন সাভার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আমজাদুল হক, উপজেলা স্বাস্থ্য আবাসিক মেডিকেল অফিসার ডা. জাহিদুর রহমান, ডা. আরমান আহম্মেদ, ডা. নন্দন লাল সূত্রধর, ডা. জয়নব আকাতার, ডা. শামীমা আকাতার মালাসহ অনেকে।
বিডি প্রতিদিন/২৩ ডিসেম্বর ২০১৭/হিমেল