বরিশাল নগরীর বান্দ রোড সাউথ কিং চাইনিজ রেস্তোরার সামনে ছাত্রলীগের দুই কর্মীকে কুপিয়েছে প্রতিপক্ষ। এ সময় ৩টি মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটে। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে এই হামলায় আহত ছাত্রলীগ কর্মী আরিফুর রহমান এবং মো. ছানিকে শেরে-ই বাংলা মেডিকেলে ভর্তি করা হয়েছে।
আহতরা মহানগর ছাত্রলীগ সভাপতি জসিমউদ্দিনের অনুসারী হিসেবে পরিচিত। এই হামলার জন্য জসিম দলীয় প্রতিপক্ষ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাদিক আবদুল্লাহর অনুসারীদের দায়ী করেছেন। যদিও সাদিক আবদুল্লাহ এই অভিযোগ অস্বীকার করেছেন।
জসিম অভিযোগ করে বলেন, পূর্ব পরিকল্পিতভাবে ছাত্রলীগের শেখ সাইয়েদ উদ্দিন মান্নার নেতৃত্বে মুখোশধারী দুর্বৃত্তরা বান্দরোড সাউথ কিং চাইনিজ রেস্তোরা এলাকায় মহানগর ছাত্রলীগ কর্মী আরিফ ও ছানিকে কুপিয়ে আহত করে। এ সময় আরো কয়েকজন প্রাণভয়ে পালিয়ে যায়। সেখানে ফেলে যাওয়া তাদের ৩টি মোটরসাইকেল ভাংচুর করে মান্নাসহ অন্যান্যরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার হাসপাতালে ভর্তি করে।
কোতয়ালী মডেল থানার ওসি শাহ্ মো. আওলাদ হোসেন জানান, দুইজনের উপর হামলা এবং ৩টি মোটরসাইকেল ভাঙচুরের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল এবং হাসপাতাল পরিদর্শন করেছে। আহতদের জিজ্ঞাসাবাদ করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।
বিডি প্রতিদিন/৩০ ডিসেম্বর ২০১৬/হিমেল