চট্টগ্রাম জেলায় গত এক দশকে কর্মসংস্থান বেড়েছে ১৯৭ দশমিক ৫৩ শতাংশ। ৩ লাখ ৮০ হাজার ৫৫০টি প্রতিষ্ঠানে কর্মরত আছে ১৯ লাখ ৬৮ হাজার ৮৬৮ জন। চট্টগ্রামে স্থায়ী প্রতিষ্ঠানের সংখ্যা ২ লাখ ৮২ হাজার ৬৩০টি। ২০০১ সালে চট্টগ্রামে প্রতিষ্ঠান ছিল ১ লাখ ৯৪ হাজার ৯২২টি, এসব প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন ৭ লাখ ৪ হাজার ৩৫১ জন।
বৃহস্পতিবার সকালে ২০১৩ সালের অর্থনৈতিক শুমারির জেলা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এ সব তথ্য প্রকাশ করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।
চট্টগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মো. রুহুল আমীন, বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন, বিবিএসের পরিচালক মোহাম্মদ আবদুল কাদের মিয়া। বিভাগীয় পরিসংখ্যান কার্যালয়ের যুগ্ম পরিচালক মো. এমদাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা কার্যালয়ের উপপরিচালক মহিউদ্দিন আহমেদ। পরে অতিথিরা প্রতিবেদনের মোড়ক উন্মোচন করেন।
বিডি-প্রতিদিন/ ২৯ ডিসেম্বর, ২০১৬/ আফরোজ