রাজধানীর উত্তরায় দু'টি রেষ্টুরেন্ট ও একটি ফার্মাকে দেড় লক্ষ টাকা জরিমানা করেছে ৫ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন-৫) ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এপিবিএন-৫ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর ২০১৬) দুপুরে এপিবিএন-৫ এর সহকারী পুলিশ সুপার মো. সাইদুর রহমান রুবেল এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক (উপ-সচিব) মো. আব্দুল মজিদ ও সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল এ অভিযান পরিচালনা করেন।
এপিবিএন-৫ এর অপারেশন্স অফিসার সহকারী পুলিশ সুপার মো. সাইদুর রহমান রুবেল জানান, অস্বাস্থ্যকর পরিবেশে অবৈধ প্রক্রিয়ায় খাবার তৈরি করায় উত্তরার হিমালয় রেষ্টুরেন্টের ব্যবস্থাপক উজ্জল হোসেনকে এক লক্ষ টাকা ও ধার্য্যকৃত মূল্যের চেয়ে অধিক মূল্যে খাবার বিক্রির অভিযোগে সাফ চাইনিজ রেষ্টুরেন্টকে ২৫ হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রয়ের জন্য মজুদ রাখায় নিউ সানমুন ফার্মার ব্যবস্থাপক সন্তোষ দেবনাথকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ঢাকা মহানগর এলাকায় এপিবিএন-৫ এর ভেজাল বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে সহকারী পুলিশ সুপার মো. সাইদুর রহমান রুবেল জানান।
বিডি-প্রতিদিন/এস আহমেদ